একটা ভালমানের ছাতা কেনার জন্য টিপস খুজছিলাম। কিন্তু সামান্য একটা জিনিসের জন্য গুগল ঘেটেও খুব একটা আইডিয়া পেলাম না। ভালমানের টেকসই ছাতা খোজার বাতিকটা ধরেছে রিসেন্ট ঘুর্ণিঝড়ে চ্যানেল আই, আরটিভির সাংবাদিকদের লাইভ টেলিকাস্টে ছাতার বেহাল দশা দেখে।
সত্যি বলতে আমার ছাতাটাও এই বাতাসে ভেঙে গেছে। ঢাকায় বাতাস হয়েছে ঠিক আছে তবে আমার ছাতাটাও খুব শক্তপোক্ত না। এরকম ম্যারম্যারে ছাতা প্রতি সিজনে কেনার থেকে ভাল দেখে টেকসই ছাতা কেনা যায় কিনা; সে ভাবনাতেই মূলত ছাতার ব্যাপারে নিজের মত করে খোজখবর করি। অনলাইনে ছাতা নিয়ে ভাল লেখা পাই নি। তাই ভাবলাম আমার পর্যবেক্ষণ শেয়ার করি। ছোটখাটো করে ছাতা Buying Guide বলতে পারেন।
শরিফ ছাতা
১০-১৫ বছর আগে শরিফ ছাতা বেশ চলত। এখনো হয়ত বিভিন্ন নামে কালো লম্বা এই ছাতাগুলো পাওয়া যায়। ছাতাগুলো বেশ শক্ত। সমস্যা হচ্ছে এগুলো একটু বেশিই পুরোনো মডেলের। আর ছাতা খুলতে বেশ হাতের জোর লাগত।
তবে বেশ পুরোনো মডেল হওয়ায় এটা হয়ত ভালো লাগবে না। একটু ফ্যাশনেবল মডার্ন ভাইবের লম্বা ছাতাও আছে। যেমন ধরুন BMW লোগো লাগানো লম্বা হুকের ছাতা।
BMW ছাতা
শরীফ ছাতা, সংকর ছাতা পেরিয়ে এখন বাজার BMW Umbrella তে ছেয়ে গেছে। ছাতা দেখতে যেয়ে দেখি একটু ভাল হিসেবে বিএমডব্লিউ লোগো লাগানো ছাতা বেশি চলছে। BMW লোগো লাগানো ছাতা তিন সাইজের পেয়েছি। সবচেয়ে লম্বাটা শরিফ ছাতার মতো লাগে দেখতে। শরিফ ছাতার লিমিটেশনগুলো (যেমন- পুরোনো মডেল, ছাতা মেলতে গিয়ে অনেক সময় বৃদ্ধাঙ্গুলিতে ব্যাথা পাওয়া ইত্যাদি) এই ছাতাটি কাটিয়ে উঠতে পেরেছে।
তবে বেশ লম্বা হওয়ায় ক্যারি করা একটু ঝামেলার। সেম ডিজাইনের আরেকটা আছে সেমি লম্বা।
উপরের দুই মডেল দেখতে শক্তপোক্ত লাগলেও এগুলো ৮ শিকের। অর্থাৎ অন্য ছাতা থেকে খুব বেশি এনডিউরেন্স দেয়ার কথা না। এই সিরিজের খাটো হাতে বহনযোগ্য ছাতা আছে ১২ শিকের।
এই তিন ছাতাই মেললে মোটামুটি একই রকম এড়িয়া কভার করে কমবেশি। তবে ১২ শিকেরটা ক্যারি করা ইজি আর শিক বেশি হওয়ায় অন্য দুটোর থেকে বেশি টেকশই হওয়ার কথা। দামও ২০০ টাকা বেশি পড়ে
wind resistant ছাতা
বিএমডব্লিউ ছাতা থেকে বেটার লেগেছে wind resistant এই ছাতা
নরমাল ছাতার শিক বাতাসের প্রেসারে বেকে গিয়ে এক পর্যায়ে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এই 60 bone ছাতার শিকগুলো ইলাস্টিক টাইপ। মানে খুব বাতাসের প্রেশারে বেকে গেলেও আবার বাতাস কমে গেলে পূর্বের শেপে ফেরত আসবে। তাই ঝড়োবাতাসের বৃষ্টির সময় এই ছাতাটা অন্যগুলোর থেকে বেটার মনে হয়েছে। দামও কিছুটা বেশি এই ছাতার। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে।
ক্যাপসুল ছাতার ব্যাপারে আমার বিশেষ কোনো বক্তব্য নেই। দেখতে ক্যাপসুলের মত ছোট হ্যান্ডি হওয়া বাদে এর ইউনিক কোনো ফিচার চোখে পড়েনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন