ছাতা কেনার আগে জেনে নিন কিছু তথ্য
একটা ভালমানের ছাতা কেনার জন্য টিপস খুজছিলাম। কিন্তু সামান্য একটা জিনিসের জন্য গুগল ঘেটেও খুব একটা আইডিয়া পেলাম না। ভালমানের টেকসই ছাতা খোজার বাতিকটা ধরেছে রিসেন্ট ঘুর্ণিঝড়ে চ্যানেল আই, আরটিভির সাংবাদিকদের লাইভ টেলিকাস্টে ছাতার বেহাল দশা দেখে। সত্যি বলতে আমার ছাতাটাও এই বাতাসে ভেঙে গেছে। ঢাকায় বাতাস হয়েছে ঠিক আছে তবে আমার ছাতাটাও খুব শক্তপোক্ত না। এরকম ম্যারম্যারে ছাতা প্রতি সিজনে কেনার থেকে ভাল দেখে টেকসই ছাতা কেনা যায় কিনা; সে ভাবনাতেই মূলত ছাতার ব্যাপারে নিজের মত করে খোজখবর করি। অনলাইনে ছাতা নিয়ে ভাল লেখা পাই নি। তাই ভাবলাম আমার পর্যবেক্ষণ শেয়ার করি। ছোটখাটো করে ছাতা Buying Guide বলতে পারেন। শরিফ ছাতা ১০-১৫ বছর আগে শরিফ ছাতা বেশ চলত। এখনো হয়ত বিভিন্ন নামে কালো লম্বা এই ছাতাগুলো পাওয়া যায়। ছাতাগুলো বেশ শক্ত। সমস্যা হচ্ছে এগুলো একটু বেশিই পুরোনো মডেলের। আর ছাতা খুলতে বেশ হাতের জোর লাগত। তবে বেশ পুরোনো মডেল হওয়ায় এটা হয়ত ভালো লাগবে না। একটু ফ্যাশনেবল মডার্ন ভাইবের লম্বা ছাতাও আছে। যেমন ধরুন BMW লোগো লাগানো লম্বা হুকের ছাতা। BMW ছাতা শরীফ ছাতা, সংকর ছাতা পেরিয়ে এখন বাজার BMW Umbrel...