চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভ্রমন বৃত্তান্ত

আমার ছোটোভাই এবার এইচএসসি পাস করল। চবি (University of Chittagong) থেকে ডি ইউনিটের ফরম উঠাই। সেই সুবাদেই দুই ভাইয়ের প্রথম চট্টগ্রাম ভ্রমণ। প্রথম ট্রেন ভ্রমণও বটে। চিন্তা করলাম আমার মত অনেকের ভবিষ্যতে হটাত প্রয়োজনে চট্টগ্রাম বা নতুন জায়গায় যাওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা হয়ত খানিক কাজে লেগে যেতে পারে। সাধারণ সময় থেকে ভর্তি পরীক্ষার সময়ের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আশা করি পরেরবার ভর্তি পরীক্ষার সময় যারা ঢাকা থেকে চবিতে যাবেন তাদের জন্য খুবই কাজে দিবে প্রথমে আসি ট্রেনের টিকেট কাটার ব্যাপারে। যেদিনের ট্রেনে যাবেন সেদিনের টিকেট ৯ দিন আগে থেকে কাউন্টার এবং অনলাইনে পাবেন। অনলাইনে রেলওয়ের এই সাইটে একাউন্ট খুলে টিকেট কিনতে পারেন। এখন নির্দিষ্ট সিটের টিকেট কাটা যায়, আগে এই সুবিধাটা ছিলো না। এছাড়া বাংলালিংক, রবি এবং গ্রামীণফোন দিয়ে মোবাইলেও টিকেট কিনতে পারেন। তবে যেভাবেই কিনুন না কেনো যেদিন টিকেট ছাড়বে সেদিনই টিকেট কিনে ফেলুন। ভর্তি পরীক্ষার সময় বাড়তি চাপ থাকে। <br/> <br/> <br/> পরীক্ষা ছিলো ২৭ তারিখ সকাল ১০ টায়। আমাদের মূল প্ল্যান ছিলো ২৬ তারিখ রাত সাড়ে ১১...