চায়ের গ্রেড
মুল প্রসঙ্গে যাওয়ার আগে বলি কেনো চায়ের গ্রেড জানা গুরুত্বপূর্ণ। চায়ের গ্রেড সম্পর্কে জানার পর যখনি আপনি কোনো চায়ের প্যাকেটে লেখা গ্রেড এক্র্যোনেম দেখবেন তখন সহজেই প্যাকেটে থাকা চায়ের ধরণ সম্পর্কে বলে দিতে পারবেন।এছাড়া এক্সপার্টদের মত নিজের স্বাদ ও পছন্দ অনুযায়ী চা নিজেই বেছে নিতে পারবেন। বুঝতেই পারছেন ভালো চা পাতা চেনার উপায় আসলে ভুল কথা। সঠিক কথা হচ্ছে টেস্ট অনুযায়ী সঠিক চা পাতার গ্রেড বের করা। তাছাড়া ভিন্ন ভিন্ন স্বাদের চা পরখ করাটা একটা এনজয়েবল এক্সপেরিয়েন্স হতে পারে। আর বের করে নিন আপনার জন্য সবচেয়ে ভাল চা। উৎপাদনের পদ্ধতির উপর ভিত্তি করে চা কে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়ে থাকে। ব্ল্যাক টি বা আমরা দৈনন্দিন জিবনে যে চা বেশি খাই সে চা কে অর্থোডক্স বা সিটিসি (ক্রাশ-টিয়ার-কার্ল) পদ্ধতিতে গ্রেডিং করা হয়। এই গ্রেডিং করা হয় চা পাতার সাইজ অনুসারে। পুরো অক্ষত পাতা থেকে বানানো চা সবথেকে দামি চা। তবে একেকজনের কাছে একেকরকমের চা ভালো লাগতে পারে। স্বাদের ব্যাপারটা ব্যক্তিভেদে ভিন্ন। গ্রেডিং করার ক্ষেত্রে চায়ে ক্যাফেইনের মাত্রার ব্যাপারে খেয়াল রাখা হয়। বড় পাতার থেকে গাছের কচি পাতা ব...